
✮ প্রাথমিক গিটার শিক্ষা ✮

-: গিটারের প্রকার :-
১। স্প্যানিস গিটার (Spanish Guitar) এবং
২। হাওয়াইন গিটার (Hawaian Guitar)।
স্প্যানিশ গিটারের আবার দুইটি ভাগঃ
১। শাস্ত্রীয় গিটার (Classical Guitar) এবং
২। আধুনিক গিটার (Modern Guitar)।
আবার আধুনিক গিটারকে দুই ভাগে ভাগ করা হয়েছেঃ
১। ধ্বনিগত গিটার (Acoustic Guitar) এবং
২। বৈদ্যুতিক গিটার (Electric Guitar)।
এ্যাকোস্টিক গিটারঃ
এ্যাকোস্টিক গিটারের শব্দ তৈরি হয় সাউন্ড হোল এর মাধ্যমে। তারের কম্পন গিটারের বডির ভেতর প্রতিধ্বনিত হয় এবং সাউন্ড হোল এর মাধ্যমে প্রকাশ পায়। কিছু এ্যাকোস্টিক গিটার আছে যাদের বডির অভ্যন্তরে পিক-আপ থাকে, যার দ্বারা এমপ্লিফায়ারের সহায়তায় ধ্বনিতে বর্ধিত করা যায়।
ইলেকট্রিক বা লীড গিটারঃ
লীড গিটারে কোনও সাউন্ড হোল থাকে না। এর সুর তৈরি হয় পিক-আপ (Pickup) এর মাধ্যমে। লীড গিটার বাজানোর জন্য এমপ্লিফায়ার (Amplifier) অত্যাবশ্যক। প্রসেসর (Processor) এর মাধ্যমে এর সুরে বিভিন্ন পরিবর্তন আনা যায়।
গিটার অনেক ধরনের আছে। দোকানে বেশির ভাগ ক্ষেত্রে স্প্যানিশ গিটার পাওয়া যায়। স্প্যানিশ গিটার একটি ওয়েস্টার্ন মিউজিকাল ইন্সট্রুমেন্ট। তবুও বিশ্বের সকল দেশেই সংগীতের জগতে এই বাদ্যযন্ত্রটির চাহিদা ব্যাপক। গিটার শেখার জন্য প্রথমত দরকার একটি এ্যাকোস্টিক গিটার। বাজারে বিভিন্ন মানের এ্যাকোস্টিক গিটার পাওয়া যায় আপনার পছন্দ মতো কিনতে পারেন। বা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন।
গিটার কেনার সময় কী কী খেয়াল রাখা দরকার।
1. লক্ষ্য করুন কোন গিটারের এর সাউন্ড বেশি ভালো। সম্ভব হলে অ্যাম্প রুম এ গিয়ে পরীক্ষা করে দেখুন।
2. গিটারের ফ্রেট বোর্ডটি সোজা আছে কিনা। অনেক সময় দীর্ঘদিন রাখা থাকলে বাকা হয়ে যায়।
3. ফ্রেট বোর্ডের ধাতব অংশটা যেন ধারালো না হয়।
4. স্ট্রীং অর্থাৎ তারগুলো ফ্রেটের কাছে আছে কিনা। দুরত্ব বেশী হলে বুঝবেন সমস্যা আছে। এবং এটা কিনলে আঙ্গুলে প্রেশার পড়বে।
5. টিউন খেয়াল করুন। অনেক সময় ফ্রেট বোর্ড ঠিক না থাকলে টিউন ঠিক থাকে না।
6. প্রত্যেকটি ফ্রেট বাজিয়ে দেখুন।
7. কর্ড বাজিয়ে দেখুন। সাউন্ড ঠিকঠাক মতো হয় কিনা খেয়াল করুন।
8. বিক্রেতার পরামর্শের উপর নির্ভর হবেন না।
9. অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন।
10. সম্ভব হলে অবশ্যই এমন একজনকে সঙ্গে নিয়ে যাবেন যিনি গিটার বাজাতে পারদর্শী।
মোঃ- ৯০৬৪৯২৪০৬০
হোয়াটসঅ্যাপঃ - ৯০৬৪৯২৪০৬০
ইমেলঃ- nkguitaracademy@gmail.com