✦ গিটার কর্ড ✦
- Major Chord
- Minor Chord
- Diminished Chord
- Sus2
- Sus4
- Major Seventh
- Minor Seventh
- Dominant Seventh
- Major 6th
- Minor 6th
মেজর কর্ড (Major Chord):
মেজর স্কেলের কর্ড বার করতে হলে সেই স্কেলের ( Tonic, Mediant, Dominant ) অর্থাৎ প্রথম, তৃতীয় ও পঞ্চম নোটকে একসাথে বাজালে হয়ে যায় সেই নামের কর্ড। যেমন C মেজর কর্ড বাজানোর সময় C মেজর স্কেলের C, E ও G নোটকে একসাথে বাজালে হয়ে যায় C মেজর কর্ড। D মেজর স্কেলের D, F# ও A নোটকে একসাথে বাজালে হয়ে যায় D মেজর কর্ড। ঠিক এই ভাবে যে কোন স্কেল ধরে কর্ড বার করা যায়।
C Major Chord
মাইনর কর্ড (Minor Chord):
মাইনর স্কেলের প্রথম, তৃতীয় ও পঞ্চম নোট। অর্থাৎ C মাইনর স্কেলের (C, Eb, G) নোটকে এক সাথে বাজালে হয়ে যায় C মাইনর কর্ড। আপনি মেজর স্কেল ধরেও করতে পারেন।
মেজর স্কেলর কর্ড যেমন প্রথম, তৃতীয় ও পঞ্চম নোটকে নিয়ে গঠিত হয়, মাইনর কর্ডও ঠিক একইভাবে তৈরি হয়। পার্থক্য শুধু একটি জায়গায়। মেজর স্কেলের তৃতীয় নোটটি যা হবে তা এক নোট পিছিয়ে নিয়ে মাইনর কর্ড তৈরি হয়। তাহলে তৃতীয় নোটটি যদি E হয় তবে এক নোট পিছিয়ে তা হবে (E ফ্ল্যাট)।
C Minor Chord
ডিমিনিশড কর্ড (Diminished Chord):
ডিমিনিশড কর্ড সাধারণত কম ব্যবহার হয়।
মেজর স্কেলের প্রথম, তৃতীয় ও পঞ্চম নোট। এখানে দুটি নোট ফ্ল্যাট হবে তৃতীয় ও পঞ্চম নোট অর্থাৎ C মেজর স্কেলের E ও G এই দুটি নোট ফ্ল্যাট হবে। যেমন (C, Eb, Gb) একসাথে বাজালে হবে
C Diminished Chord
সাসপেন্ডেড টু (Sus2):
মেজর স্কেলের প্রথম, দ্বিতীয় ও পঞ্চম নোট অর্থাৎ C মেজর স্কেলের (C, D, G) এই তিনটি নোট একসাথে বাজালে হয়ে যায় C সাসপেন্ডেড টু কর্ড
C Sus2 Chord
সাসপেন্ডেড ফোর (Sus4):
মেজর স্কেলের প্রথম, চতুর্থ, ও পঞ্চম নোট অর্থাৎ C মেজর স্কেলের (C, F, G) এই তিনটি নোট একসাথে বাজালে হয়ে যায় C সাসপেন্ডেড ফোর কর্ড
C Sus4 Chord
মেজর সেভেন (Major Seventh):
মেজর স্কেলের প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম নোট। অর্থাৎ C মেজোর স্কেলের (C, E, G, B) এই চারটি নোট একসাথে বাজালে হবে C Major Seventh Chord
মাইনর সেভেন (Minor Seventh):
মাইনর স্কেলের প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম নোট। অর্থাৎ C মাইনর স্কেলের (C, Eb, G, Bb) এই চারটি নোট একসাথে বাজালে C Minor Seventh Chord হবে। মেজর স্কেল ধরেও করতে পারেন সে ক্ষেত্রে তৃতীয় এবং সপ্তম নোটকে ফ্ল্যাট করতে হবে।
C Minor Seventh Chord
ডমিনেন্ট সেভেন (Dominant Seventh):
মেজর স্কেলের প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম এখানে শুধু সপ্তম নোটটি ফ্ল্যাট হবে। অর্থাৎ C মেজোর স্কেলের (C, E, G, B) এখানে B এর পরিবর্তে B ফ্ল্যাট হবে তার মানে (C, E, G, Bb) এই চারটি নোট একসাথে বাজালে হবে
C Dominant Seventh Chord
মেজর সিক্স (Major Sixth):
মেজর স্কেলের প্রথম, তৃতীয়, পঞ্চম ও ষষ্ঠ নোট অর্থাৎ C মেজোর স্কেলের (C, E, G, A) এই চারটি নোট একসাথে বাজালে হবে
Cmaj6 Chord
মাইনর সিক্স (Minor Sixth):
মেজর স্কেলের প্রথম, তৃতীয়, পঞ্চম ও ষষ্ঠ নোট এখানে শুধু তৃতীয় নোটটি ফ্ল্যাট হবে অর্থাৎ C মেজোর স্কেলের (C, E, G, A) এখানে E এর পরিবর্তে E ফ্ল্যাট হবে তার মানে (C, Eb, G, A) এই চারটি নোট একসাথে বাজালে হবে
Cm6 Chord
C Major Scale Notes ( C-D-E-F-G-A-B )
1.Major
2.Minor
3.Minor
4.Major
5.Major
6.Minor
7.Diminished
C Major Scale Chord ( C-Dm-Em-F- G-Am-Bdim)
১ম নোটের মেজর
২য় নোটের মাইনর
৩য় নোটের মাইনর
৪র্থ নোটের মেজর
৫ম নোটের মেজর
৬ষ্ঠ নোটের মাইনর
৭ম নোটের ডিমিনিশড
১ম, ৪র্থ ও ৫ম মেজর কর্ড এবং ২য়, ৩য় ও ৬ষ্ঠ মাইনর কর্ড
এই ভাবে যে কোন মেজর স্কেলর কর্ড বের করা যায়।
যদি কোন গান সি মেজর স্কেলে হয় তাহলে এই কর্ড গুলো বাজবে। কিন্ত সব কর্ড গুলোই যে বাজবে তেমন কোন কথা নয়। সব গুলো বাজতেও পারে আবার না বাজতেও পারে। সেটা গানের উপর র্নিভর করছে।
Minor Scale কর্ড প্রগ্রেসন
A Minor Scale Note ( A-B-C-D-E-F-G )
1.Minor
2.Diminished
3.Major
4.Minor
5.Minor
6.Major
7.Major
A Minor Scale Chord (Am-Bdim-C-Dm-Em-F-G)
১ম নোটের মাইনর
২য় নোটের ডিমিনিশড
৩য় নোটের মেজর
৪র্থ নোটের মাইনর
৫ম নোটের মাইনর
৬ষ্ঠ নোটের মেজর
৭ম নোটের মেজর
১ম, ৪র্থ ও ৫ম মাইনর কর্ড এবং ৩য়, ৬ষ্ঠ ও ৭ম মেজর কর্ড এই ভাবে যে কোন মাইনর স্কেলর কর্ড বের করা যায়। মাইনর স্কেলের ক্ষেত্রেও তাই সব গুলো বাজতেও পারে আবার না বাজতেও পারে। এটাও গানের উপর র্নিভর করছে। ডিমিনিশড কর্ড বা আরও অনেক ধরনের কর্ড আছে যেগুলো গানে খুব কম ব্যাবহার হয়। সাধারনত মেজর এবং মাইনর কর্ডই গানে বেশী ব্যাবহার হয়ে থাকে।