গিটার পরিচিতি

✦ গিটার পরিচিতি ✦


✦ গিটারের বিভিন্ন অংশের নাম ✦
✦ গিটারের ছয়টি তারের নাম ✦
১ম অর্থাৎ নিচের সবচেয়ে সরু তারের নাম E, তার উপরেরটা B (২য়), তার উপরেরটা G (৩য়), তার উপরেরটা D (৪র্থ), তার উপরেরটা A (৫ম), এবং সবার উপরের সবচেয়ে মোটা তারের নাম E (৬ষ্ঠ)।



✦ গিটার ধরার সঠিক নিয়ম ✦
ভালোভাবে গিটার বাজাতে হলে সঠিক নিয়মেই গিটার ধরা ভালো। প্রথম অবস্থায় টুল বা হাতল ছাড়া চেয়ারে সোজা হয়ে বসতে হবে। এক সময় যখন আয়ত্বে চলে আসবে তখন নিজের সুবিধামতো বসলেই হবে। গিটার থাকবে ডান হাটুর উপর বাম হাতে ফ্রেট বোর্ড ধরতে হবে। ডান হাতের আঙুলে থাকবে পিক। ফ্রেটবোর্ডের সামনের দিক, চোখের প্রায় সমান্তরালে থাকবে, শুধু একটু দেখতে পেলেই হবে বাম হাতের আঙুলগুলো কোন ফ্রেটের কোন তারে বসেছে সেটা দেখার জন্য। নিচের চিত্রে দেখুন।



✦ পিক ধরার সঠিক নিয়ম ✦
পিক আংগুলের এক ধারে রেখে বুড়ো আঙুল দিয়ে চেপে ধরতে হবে। খুব শক্ত করে ধরার প্রয়োজন নেই, এমনভাবে ধরতে হবে যেন স্বাচ্ছন্দ বোধ হয়। পিক ধরতে প্রথমে সমস্যা হতে পারে, হাত ঘেমে যেতে পারে। পিক হাত থেকে পরে যেতে পারে এই সব সমস্যা হতে পারে। আস্তে আস্তে এই সব সমস্যা গুলো ঠিক হয়ে যাবে। কিভাবে পিক ধরবেন তা নিচের চিত্রে দেখুন।



✦ আঙুল ✦
আমাদের হাতের সব আঙুল সমানভাবে ব্যবহৃত হয় না বলে সব আঙুল সমানভাবে দক্ষ নয়। যেমন, তর্জনী বা মধ্যমাকে যত সহজে নড়াচড়া করা যায়, কনিষ্ঠ আঙুলকে তত সহজে যায় না। একক ভাবে অনামিকাকে নড়া চড়া আরো কঠিন মনে হতে পারে। গিটার বাজানোর জন্য বা হাতের এই চারটি আঙুলকে খুব দ্রুত আলাদাভাবে নড়াচড়ার দক্ষতা আনতে হবে। এটা কঠিন মনে হতে পারে, তবে অধ্যাবসায় রাখলে একসময় ঠিক হয়ে যাবে। কর্ড বাজানোর জন্য ছটি তারের বিশেষ বিশেষ তার বিশেষ ফ্রেটে আঙুলের মাথা দিয়ে চেপে ধরতে হয়। চেপে ধরার সময় আঙুলের নখ খুবই অসুবিধাজনক। সেই জন্য বাম হাতের নথ মাঝে মাঝে ভালমতো কেটে নিতে হবে। বাম হাতের আঙুলের নম্বর। ১নম্বর তর্জনী, ২নম্বর মধ্যমা, ৩নম্বর অনামিকা, এবং ৪নম্বর কনিষ্ঠা। নিচের চিত্রে দেখুন।



✦ গিটারের যত্ন ✦
আপনার কেনা গিটারটি যাতে কোনোভাবে নষ্ট না হয় সেদিকটি মাথায় রাখুন। এমন স্থানে গিটারটি রাখুন যাতে ধুলোবালি, জল, আগুন কিংবা কোনো চাপ না লাগে। কোনো কারণে যদি গিটারের কোনো ক্ষতি হয়, তাহলে সেই গিটার থেকে সঠিক শব্দ পাবেন না। এবং লক্ষ্য রাখবেন যখন আপনি যন্ত্রটিকে বাজাবেন তখন যেন আপনার হাত পরিস্কার থাকে। তৈলাক্ত বা ঘামেভেজা হাতে কখনও বাজাবেন না। কারন তাতে আপনার গিটারের তার ও ফিঙ্গার বোর্ড এর ওপর খারাপ প্রভাব ফেলবে। এটা যেকোনো বাদ্যযন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। যদি গিটার নিয়ে ভ্রমণ করার অভ্যাস থাকে তাহলে ভালো ব্যাগ ব্যবহার করুন এবং নরম সুতির কাপড় দিয়ে গিটারের বডি এবং তার পরিষ্কার করুন। তার গিটারের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। তার পুরোনো হয়ে গেলে খেয়াল করে দেখবেন পরিষ্কার সাউন্ড বের হচ্ছে না। তাই সময় মতো তার পরিবর্তন করবেন। যদি ক্যাপো ব্যবহার করেন তাহলে ভালো ব্রান্ডের ব্যবহার করবেন যেন গিটারের তারের উপর বেশি চাপ না পড়ে।



✦ কিছু সাধারণ ইঙ্গিত ✦
১. একমাত্র অনুশীলন/অভ্যাসেই যে কোন বিদ্যায় পারদর্শী হওয়া যায়। তাই শুধু নিয়মিত অনুশীলন/অভ্যাস একান্ত প্রয়োজন।
২. রোজ এক নির্দিষ্ট সময় অনুযায়ী অনুশীলনের অভ্যাস গড়ে তোলা।
৩. সর্বদা সম্পূর্ণ নিখুঁত হবে এমন লক্ষ্য স্থির করা।
৪. আপনার যন্ত্রটিকে সর্বদা সন্মান করুন।
৫. গিটার বাজানোর আগে কী সিগনেচার (Key Signature) এবং টাইম সিগনেচার (Time Signature) লক্ষ্য রাখতে হবে।
৬. প্রথম অবস্থায় ধীরগতিতে আরম্ভ করাটাই সবচেয়ে ভাল।
৭. বাজানো বা পরিবেশন করার পূর্বে সর্বদা দেখে পড়ার একটি সু - অভ্যাস গড়ে তোলা।
৮. গান গাওয়ার ক্ষেত্রেই হোক বা বাদ্যযন্ত্র বাজানোর ক্ষেত্রেই হোক সকল সংগীতের পরিবেশনের পূর্বে সুর (Tune) মনে রাখার একটি সু - অভ্যাস গড়ে তোলা।
৯. ধৈৰ্য্যশীল হওয়া।
১০. সর্বদা আশাবাদী বা ইতিবাচক মনোভাবের সাহায্যে আগে বাড়ুন।