গিটার টিউনিং

✦ গিটার টিউনিং ✦


গিটার বাজানোর আগে গিটারটি টিউন করে নিতে হবে। টিউন করার জন্য সবচেয়ে সরু অর্থাৎ (১নং) তারকে মোটামুটিভাবে টান টান করুন। গিটারের মাথায় প্রতিটি তারকে টান দেবার বা ঢিল করার জন্য একটি করে টিউনিং (Key) আছে। ১নং (Key) কে এদিক ওদিক ঘুরিয়ে দেখুন তার টান হচ্ছে না ঢিলা হচ্ছে। সঠিকভাবে তার প্যাঁচানো থাকলে ঘড়ির কাটার দিকে ঘুরালে ১, ২, ও ৩ নং তার টান হবে। আর ৪, ৫ ও ৬নং এর বেলায় উল্টো। তার খুব বেশী টান হলে বাজাতে কষ্ট হবে, অতিরিক্ত টান হলে তা ছিঁড়ে যাবে। আর খুব ঢিলা হলে বাজানোই যাবে না। কতটা টান হলে তা চলনসই হবে তা বোঝার জন্য তারটিকে ফ্রেটবোর্ডের মাঝ বরাবর উপরের ২নং তারের দিকে উপরে ওঠান। আধা সেন্টিমিটারের মত সরাতে পারলে ধরে নেয়া হবে তারে টান ঠিক আছে। ১নং তার এখন টিউন হয়ে গেছে।

এবার দুনং তারের ৫নং ফ্রেটে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে পিক দিয়ে একই সাথে ১নং ও ২নং তার দুটো এক সাথে বাজান। সঠিক টিউন হলে দুটো তারের একই শব্দ শোনা যাবে। সঠিক না হলে একটা ঢেউয়ের মতো শব্দ শোনা যাবে। ২নং তারটিকে টান বা ঢিল করে দুটি তারের শব্দ এক করুন। প্রথম অবস্থায় এটি করার জন্য একটু বেশী সময় লাগতে পারে আপনাকে বার বার চেষ্টা করে যেতে হবে।

৩নং তারের ৪নং ফ্রেটে আঙুল চেপে আগের মতো ২নং ও ৩নং তার একসাথে বাজাতে হবে। দুটো তারের শব্দ এক না হওয়া পর্যন্ত ৩নং তারকে টান বা ঢিল করতে হবে।

৪নং তার টিউন করার জন্য, এর ৫নং ফ্রেটে আঙুল চেপে ৪নং ও ৩ নং তার একসাথে বাজাতে হবে। দুটো তারের শব্দ এক না হওয়া পর্যন্ত ৩নং তারকে টান বা ঢিল করতে হবে।

একইভাবে ৫নং ও ৬নং তার টিউন করতে হবে। ৫নং তারের সময় ৫নং ফ্রেটে ধরে ৫ ও ৪নং তার বাজাতে হবে। ৬নং তারের সময় এর ৫নং ফ্রেটে আঙুল চেপে ৫নং তারের সাথে বাজাতে হবে।

একবার সব তার টিউন হয়ে গেলে আবার সবগুলো তারকে দেখে নিন ঠিক শোনাচ্ছে কি না। অর্থাৎ, ২ নং তারের ৫নং ফ্রেটে আঙুল চেপে ১নং তারের সাথে বাজান। ঠিক আছে মনে হলে, ৩নং তারের ৪নং ফ্রেটে আঙুল রেখে ২নং তারের সাথে বাজান এভাবে সবগুলো দেখে নিন। তবে স্ট্যান্ডার্ড টিউন করতে হলে গিটার টিউনার কিংবা একটি কি-বোর্ড অথবা হারমোনিয়াম দিয়ে করতে হবে।