✦ স্ট্রামিং প্যাটার্ন্স ✦
প্যাটার্ন: ১
প্যাটার্ন: ২
প্যাটার্ন: ৩
প্যাটার্ন: ৪
প্যাটার্ন: ৫
প্যাটার্ন: ৬
প্যাটার্ন: ৭
প্যাটার্ন: ৮
প্যাটার্ন: ১
প্যাটার্ন: ২
সঙ্গীতের গতিকে লয় বা টেম্পো বলে। একটি গানের তাল কত দ্রুত পরিবর্তন হচ্ছে তা নির্ভর করে লয়ের উপর। একই গান দ্রুত বা ধীর লয়ে গাওয়া যেতে পারে। গতির তারতম্যের জন্য লয়কে তিন ভাগে ভাগ করা যায় - ১) ধীরগতির সঙ্গীতের জন্য বিলম্বিত লয়, ২) দ্রুতগতির সঙ্গীতের জন্য দ্রুত লয় এবং ৩) মধ্যগতির সঙ্গীতের জন্য মধ্য লয়। মধ্য লয় বিলম্বিত লয়ের দ্বিগুণ ও দ্রুত লয়ের অর্ধেক গতির হয়ে থাকে।
যেমন - আপনাকে এক মিনিট সময় দেওয়া হলো এবং বলা হলো ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে সেকেন্ডের কাঁটার সাথে তাল মিলিয়ে ৬০ সেকেণ্ডে ৬০ টি তালি বাজান। এক্ষেত্রে দুটি তালির মধ্যবর্তী ব্যবধান হবে ১ সেকেন্ড। আবার যদি প্রতি সেকেন্ডে দুটি করে তালি বাজানো হয় তাহলে ১২০ টি তালি হবে কিন্তু এখানে দুটি তালির মধ্যবর্তী ব্যবধান হবে অর্ধেক ১/২ সেকেন্ড। আমরা ১ সেকেন্ডকে অপেক্ষাকৃত ধীর লয় এবং অর্ধেক ১/২ সেকেন্ডকে অপেক্ষাকৃত দ্রুত লয় বলতে পারি।
লয় বা ইংরেজিতে Tempo কে Beats Per Minute (BPM) বলা হয় অর্থাৎ, প্রতি মিনিটে বিট বা তালির সংখ্যা।