✦ গিটার স্কেল ✦
এবার দুনং তারের ৫নং ফ্রেটে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে পিক দিয়ে একই সাথে ১নং ও ২নং তার দুটো এক সাথে বাজান। সঠিক টিউন হলে দুটো তারের একই শব্দ শোনা যাবে। সঠিক না হলে একটা ঢেউয়ের মতো শব্দ শোনা যাবে। ২নং তারটিকে টান বা ঢিল করে দুটি তারের শব্দ এক করুন। প্রথম অবস্থায় এটি করার জন্য একটু বেশী সময় লাগতে পারে আপনাকে বার বার চেষ্টা করে যেতে হবে।
৩নং তারের ৪নং ফ্রেটে আঙুল চেপে আগের মতো ২নং ও ৩নং তার একসাথে বাজাতে হবে। দুটো তারের শব্দ এক না হওয়া পর্যন্ত ৩নং তারকে টান বা ঢিল করতে হবে।
৪নং তার টিউন করার জন্য, এর ৫নং ফ্রেটে আঙুল চেপে ৪নং ও ৩ নং তার একসাথে বাজাতে হবে। দুটো তারের শব্দ এক না হওয়া পর্যন্ত ৩নং তারকে টান বা ঢিল করতে হবে।
একইভাবে ৫নং ও ৬নং তার টিউন করতে হবে। ৫নং তারের সময় ৫নং ফ্রেটে ধরে ৫ ও ৪নং তার বাজাতে হবে। ৬নং তারের সময় এর ৫নং ফ্রেটে আঙুল চেপে ৫নং তারের সাথে বাজাতে হবে।
একবার সব তার টিউন হয়ে গেলে আবার সবগুলো তারকে দেখে নিন ঠিক শোনাচ্ছে কি না। অর্থাৎ, ২ নং তারের ৫নং ফ্রেটে আঙুল চেপে ১নং তারের সাথে বাজান। ঠিক আছে মনে হলে, ৩নং তারের ৪নং ফ্রেটে আঙুল রেখে ২নং তারের সাথে বাজান এভাবে সবগুলো দেখে নিন। তবে স্ট্যান্ডার্ড টিউন করতে হলে গিটার টিউনার কিংবা একটি কি-বোর্ড অথবা হারমোনিয়াম দিয়ে করতে হবে।
মেজর স্কেল গঠনের নিয়ম বা রুট ( W-W-H-W-W-W-H ) W = হোল টোন (Whole tone), H = হাপ টোন (Half tone)। হোল-টোনকে W দিয়ে প্রকাশ করা হয়। যেমন, C ও D এর মধ্যে দূরত্ব হলো এক হোল টোন, E ও F এর মধ্যে দূরত্ব হলো এক হাফ টোন।
মাইনর স্কেল:
মাইনর স্কেল গঠনের নিয়ম বা রুট ( W-H-W-W-H-W-W )
W = হোল টোন (Whole tone), H = হাপ টোন (Half tone)।
হোল-টোনকে W দিয়ে প্রকাশ করা হয়। যেমন, A ও B এর মধ্যে দূরত্ব হলো এক হোল টোন, B ও C এর মধ্যে দূরত্ব হলো এক হাফ টোন।
স্কেল অনেক ধরনের আছে। যেমনঃ
- Major Scale
- Minor Scale
- Pentatonic Scale
- Blues Scale
- Melodic Scale
- Chromatic Scale
আরও অনেক ধরনের আছে। মিউজিকাল স্কেল এত বেশী ধরনের আছে যে একজন মানুষের পক্ষে সব ধরনের স্কেল মনে রাখা প্রায় অসম্ভব। আর এই বিভিন্ন ধরনের স্কেল গুলোর মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে মেজর স্কেল (Major Scale) এবং মাইনর স্কেল (Minor Scale)।
স্কেল আমরা সবাই জানি কিন্তু স্কেল ডিগ্রি এটা হয়তো অনেকেরই জানা নেই। যাদের জানা নেই এটা তাদের জন্যই। একটা স্কেলের যে নোট থাকে যেমন C Major Scale C D E F G A B এই প্রতিটি নোটের একটা করে সঙ্গীত শাস্ত্রগত নাম আছে যেটাকে বলা হয় স্কেল ডিগ্রি। যেভাবে ভারতীয় সংগীত শেখানো হয় যেমন ( সা,রে,গা,মা,পা,ধা,নি ) ঠিক সেইভাবেই ওয়েস্টার্ন মিউজিক শেখানো হয়। যেমন ( C D E F G A B ) এবার আপনি ভাবছেন আমিতো এগুলো জানি। কিন্তু যারা সঠিক ভাবে ভারতীয় সংগীত নিয়ে পড়াশোনা করে তারা ( ষড়জ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম, ধৈবত, নিষাদ ) অর্থাৎ
- সা = ষড়জ
- রে = ঋষভ
- গা = গান্ধার
- মা = মধ্যম
- পা = পঞ্চম
- ধা = ধৈবত
- নি = নিষাদ
- C = Tonic
- D = Supertonic
- E = Mediant
- F = Subdominant
- G = Dominant
- A = Submediant
- B = Leading tone